ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

বোনাসের টাকায় কর্মহীনদের ঈদ উপহার দিলো পুলিশ

  চাঁপাইবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২০, ১৯:৩৯

বোনাসের টাকায় কর্মহীনদের ঈদ উপহার দিলো পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সকল পুলিশ সদস্যের পবিত্র ঈদুল ফিতরের বোনাসের টাকায় করোনা প্রতিরোধে অসহায় দুস্থ ও কর্মহীন ৪০০ জনের হাতে ঈদের উপহার তুলে দেয়া হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে পুরোনাতন স্টেডিয়াম মাঠে সদর মডেল থানার উদ্যোগে চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ ঈদসামগ্রী তাদের হাতে তুলে দেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকির।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত সুপার মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ইকবাল হোছাইন, সদর মডেল থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, ওসি (তদন্ত) কবির হোসেন, ওসি (অপারেশন) মিন্টু রহমান।

৪০০ পরিবারের কর্মহীন নারী-পুরুষের মাঝে ঈদসামগ্রী ১০ কেজি করে চাল, ২ কেজি করে আলু, ২ কেজি করে ডাল, ২ কেজি করে আটা, ১ কেজি চিনি, ১ কেজি পোলাও চাল, ১ কেজি লবন, ১ কেজি তেল, ১ কেজি সেমাই ও ১ টি সাবান তাদের উপহার হিসেবে তুলে দেয়া হয়।

পুলিশ সুপার জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সকল পুলিশ সদস্যদের বোনাসের একটি অংশ থেকে ঈদের প্রাক্কালে কর্মহীন ও অসহায়দের মাঝে এসব সামগ্রী দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত