ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২০, ২০:০০

আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

ঘুর্ণিঝড় আম্পানের তাণ্ডবে পটুয়াখালীর কলাপাড়ায় গৃহহারা অসহায় মানুষের পুনর্বাসনে এগিয়ে এসেছে সেনাবাহিনী।

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের অন্তর্গত সপ্তম পদাতিক ডিভিশনের সাত অর্টিলারি ব্রিগেডের ৪২ ফিল্ডের নেতৃত্বে শনিবার সকাল থেকে এ পুনর্বাসন কার্যক্রম শুরু হয়।

কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের চৌরাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন বেড়িবাঁধের বাইরের মাদর্সা শিক্ষক মো. আল অমিনের বিধ্বস্ত ঘর নতুন করে নির্মাণ করে দেয়ার মাধ্যমে সেনাবাহিনীর এ পুনর্বাসন কার্যক্রম শুরু করেন ক্যাপ্টেন ওয়াসিফ। সেনাবাহিনী সদস্যরা নিজেরা এ শিক্ষকের নতুন ঘর তুলে দেন।

ক্ষতিগ্রস্ত কলাপাড়ার মদিনা তুল উলুম নুরানী মহিলা মাদরাসার শিক্ষক আল আমিন বলেন, ঘূর্ণিঝড় আম্পানে তার ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। মা-বাবা ও দুই কন্যা সন্তান নিয়ে তিনি বিপাকে পড়েন। ঠিক সেই সময়ে সেনাবাহিনী সদস্যরা কঠোর পরিশ্রম করে তার জন্য ঘর নির্মাণ করে দেয়ায় তিনি খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাবাহিনীর প্রতি।

এ ব্যাপারে শেখ হাসিনা সেনানিবাসের সপ্তম পদাতিক ডিভিশনের সাত অর্টিলারি ব্রিগেডের ৪২ ফিল্ডের ক্যাপ্টেন ওয়াসিফ জানান, ঘূর্ণিঝড় আম্পানে কলাপাড়ায় ক্ষতিগ্রস্ত গৃহহারাদের তালিকা করে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের নতুন ঘর নির্মাণ করে দেয়া হবে। এর আগে তারা আম্পানে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্পানে পটুয়াখালীর কলাপাড়ার ৭২৪টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় পাঁচ হাজার ৪৫৫টি ঘর। যার তালিকা উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের কাছে প্রেরণ করেছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত