ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৩ মিনিট আগে
শিরোনাম

জমানো টাকা দিয়ে ২০০ জন দু:স্থ’র মাঝে ঈদ উপহার বিতরণ

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২০, ২৩:৫৬  
আপডেট :
 ২৪ মে ২০২০, ০০:০২

জমানো টাকা দিয়ে ২০০ জন দু:স্থ’র মাঝে ঈদ উপহার বিতরণ

ছেলে, নাতি-নাতনী ও অন্যান্য স্বজনদের কাছ থেকে বিভিন্ন সময়ে উপহার হিসেবে নগদ টাকা পেয়েছিলেন। সেই সব জমানো টাকা এবার করোনাকালে দু:স্থদের মাঝে ঈদ উপহার হিসেবে বিলিয়ে দিলেন পাবনার শতবর্ষী বৃদ্ধা জামিলা খাতুন।

শনিবার দুুপুরে শহরের বেলতলা রোডের বাসভবনে তিনি ২০০ জন দুস্থ’র মধে এ টাকা ঈদ উপহার হিসেবে দান করেন তিনি।

জামিলা খাতুন পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল মতিন মিয়ার মা এবং সাঁথিয়ার নাগডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত ডা. ফয়েজ আহমেদের সহধর্মিনী।

এ্যাডভোকেট আব্দুল মতিন মিয়া বলেন, ছেলে নাতী-পুতিদের দেওয়া টাকা জমিয়ে তার মা করোনায় ক্ষতিগ্রস্থ ২০০ মানুষের মধ্যে নগদ টাকা করে দান করার উদ্যোগ নেন। এতে তাদের পরিবার অত্যন্ত আনন্দিত বলে জানান।

এ উপলক্ষে পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল মতিন মিয়ার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আব্দুর রউফ বাবলু, পাবনা জজকোর্টের আইনজীবী মীর রাকিব আরী রিজন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রনি, সুইডেন প্রবাসী মো. রওশন জামিল খান, ফাতেমা আক্তার মৌলি, নাইস ফাতেমা জুবি, সুরাইয়া রানা মালিহা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত