ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কলাপাড়ায় পাঁচ হাজার পরিবারে আজ ঈদ

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২০, ১৭:৪৯

কলাপাড়ায় পাঁচ হাজার পরিবারে আজ ঈদ

পটুয়াখালী কলাপাড়ায় প্রায় পাঁচ হাজার পরিবার আজ রোববার ঈদ-উল-ফিতর উদযাপন করেছে। প্রতি বছরের মতো সৌদি আরবের সঙ্গে মিল রেখে এরা ঈদ উদযাপন করছেন।

ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া, শাহসূফী মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে এই অনুসারীদের ঈদের নামাজের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার চালিতাবুনিয়া, গিলাতলা, ফুলতলী, পাঁচজুনিয়া ও ধানখালী দরবার শরীফ, কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি, উত্তর লালুয়া মাঝিবাড়িতে বরাবরের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নিশানবাড়িয়া দরবার শরীফের পরিচালক নিজাম উদ্দিন বিশ্বাস সাংবাদিকদের জানান, তারা চিটাগং এর চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের সিলসিলায়ে আলীয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়া তরিকতের অনুসারী। স্থানীয় ভাষায় এদেরকে চাঁদ টুপির অনুসারী বলা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত