ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

গাইবান্ধায় ডিজিটাল আইনে সাংবাদিক গ্রেপ্তার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ মে ২০২০, ০১:০৮

গাইবান্ধায় ডিজিটাল আইনে সাংবাদিক গ্রেপ্তার

করোনার পরিস্থিতিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাস চালানোর সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গাইবান্ধায় মো. সিরাজুল ইসলাম রতন নামে স্থানীয় এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার পলাশবাড়ী উপজেলা সদরের তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার মো. সিরাজুল ইসলাম রতন ‘দৈনিক মানবজমিন’ পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি।

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ফাতেমা পরিবহনের মালিক আব্দুস সোবাহান ওরফে বিচ্চুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের আইনজীবী শাহনেওয়াজ খান জানান, গাইবান্ধার পলাশবাড়ী আমলী আদালতে অনলাইনে সাংবাদিক রতনের জামিন আবেদন করা হয়। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাস আবেদনের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।

গত ১২ মে এ নিয়ে শ্রমিক নেতা আব্দুস সোবাহান ডিজিটাল নিরাপত্তা আইনে পলাশবাড়ী থানায় এ মামলা করেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত