ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ইউনাইটেডে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি, অপমৃত্যু মামলা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২০, ১২:০০  
আপডেট :
 ২৮ মে ২০২০, ১২:৩৩

ইউনাইটেডে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি, অপমৃত্যু মামলা

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুনে ৫ জন নিহতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধনকে কমিটির প্রধান করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে এ ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া আগুনের কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির তদন্ত দল।

প্রাথমিকভাবে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

তথ্য মতে, হাসপাতালের বর্ধিতাংশের করোনা ইউনিটে নিহত ৫ জনই ছিলেন করোনা রোগী। তাদের ৪ জনকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। আরেকজনের মরদেহ নেয়া হচ্ছে চট্টগ্রামে।

প্রসঙ্গত, বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালটিতে আগুন লাগে। তাতে ৫ জন নিহতের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। নিহতরা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন অ্যান্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) ও মো. মাহবুব (৫০)।

গুলশান থানার পরিদর্শক শেখ শাহানুর রহমান জানান, মাহবুব ১৫ মে, মনির হোসেন ১৬ মে, অ্যান্থনি পল ও খোদেজা বেগম ২৫ মে এবং রিয়াজুল আলম ২৭ মে হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত