ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

কেজিতে ৪০ টাকা কমলো মুরগির দাম

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ মে ২০২০, ১১:০৩  
আপডেট :
 ২৯ মে ২০২০, ১২:০৯

কেজিতে ৪০ টাকা কমলো মুরগির দাম

ঈদের বাজারে লাফিয়ে বেড়ে এবার কমেছে ব্রয়লার মুরগির দাম। ইদের আগের দিন ১৯০ টাকা কেজি দরে বিক্রি হওয়া মুরগি এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কেজিতে কমেছে ৪০ টাকা।

বিক্রেতারা বলছেন, একে তো করোনার প্রভাব, তার ওপর ঈদের ছুটির আমেজ কাটেনি। সব মিলিয়ে বাজারে ক্রেতা কম। চাহিদা কম থাকায় দাম কমেছে।

বাজার ঘুরে দেখা যায়, ঈদের আগে ঢাকার বাজারে ব্রয়লার মুরগির প্রতি কেজির দর ১৯০ টাকায় উঠেছিল। এখন তা কমে ১৫০ টাকায় নেমেছে। এ ছাড়া কক মুরগি প্রতি কেজি ২৫০ ও দেশি মুরগি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর এক বিক্রিতা বলছেন, ব্রয়লার বেশি দিন রাখা যায় না। ঈদের আগের তুলনায় এখন চাহিদা অনেক কম তাই মুরগির দাম কমেছে। দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত