ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

ডা. জাফরুল্লাহ’র স্ত্রী-ছেলের করোনার লক্ষণ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২০, ১৮:৩৩  
আপডেট :
 ৩১ মে ২০২০, ১৮:৪৬

ডা. জাফরুল্লাহ’র স্ত্রী-ছেলের করোনার লক্ষণ
ফাইল ছবি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও ছেলের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা গেছে। গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরহাদ জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী, ছেলে এবং বাসার দুই কর্মচারীর শরীরে করোনার লক্ষণগুলো দেখা গেছে। আর করোনা হওয়াটাও স্বাভাবিক। কারণ স্যারের সঙ্গে তারা সবসময় থাকতেন। তবে তাদের করোনা হয়েছে কিনা সেটা এখনো আমরা নিশ্চিত নই। উনাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর পরীক্ষার তথ্য এখনো আমরা পাইনি।

তিনি আরো জানান, স্যারের স্ত্রী, ছেলে এবং বাসার দুই কর্মচারীরা বর্তমান বাসাতেই আছেন। তারা কেউ বাসা থেকে বের হচ্ছেন না।

প্রসঙ্গত, গত ২৫ মে করোনাভাইরাসে আক্রান্ত হন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এবিষয়ে জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশ জার্নালকে জানিয়েছিলেন, আমার জ্বর পরে আমি পরীক্ষা করে জানতে পারি যে আমার করোনা পজিটিভ।

খ্যাতিমান চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা। ১৯৮২ সালে প্রবর্তিত বাংলাদেশের ‘জাতীয় ঔষধ নীতি’ ঘোষণার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আরো পড়ুন: করোনায় আক্রান্ত জাফরুল্লাহ চৌধুরী

আরো পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে যা বললেন ডা. জাফরুল্লাহ

আরো পড়ুন: ডা. জাফরুল্লাহর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী​

কেএস/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত