ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০১ জুন ২০২০, ১২:১৭

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতি ও মুকসুদপুর উপজেলার গেড়াখোলায় এসব দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুর রহমান জানান, সূয্যমুখী পরিবহনের একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতি এলাকায় পৌঁছালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ওই বাস থাকা অন্তত ২৮ জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

অপরদিকে, মুকমুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস একই মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাস মহাসড়কের পাশে খাঁদে পড়ে যায়।

এতে বাসে থাকা অন্তত ২২ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে পাঠায়।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত