ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

মুকসুদপুরে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০১ জুন ২০২০, ১৫:২৬  
আপডেট :
 ০১ জুন ২০২০, ১৫:৩১

মুকসুদপুরে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

আজ সোমবার মুকসদুপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: রাজীব হোসেন জানান, আজ সোমবার ভোর রাতে বলনারায়ণ বাজারের ব্যবসায়ী হায়াত খোন্দকারের মুদি দোকানে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ওই বাজারের মহব্বত খোন্দাকার, শ্রীবাস বিশ্বাস ও হাফিজুর কাজীর কাপড়ের দোকানসহ কয়েকটি দোকানের মালামাল এবং নগদ টাকা পুড়ে পড়ে যায়। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসির সহায়তায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্থ মহব্বত খোন্দকার, শ্রীবাস বিশ্বাস ও হাফিজুর কাজী জানান, এ অগ্নিকাণ্ডে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ক্ষতিগ্রস্থ দোকান মালিক হায়াত খোন্দকার জানান, শত্রুতাবশত তার প্রতিপক্ষের লোকজন তার দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃধা আবুল কালাম আজাদ জানান, ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে কেউ অভিযোগ দিলে তা তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত