ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

আজ থেকে চালু হচ্ছে আরও ৯ জোড়া ট্রেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ জুন ২০২০, ১২:৩৭

আজ থেকে চালু হচ্ছে আরও ৯ জোড়া ট্রেন

করোনাভাইরাসের কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় দফায় আজ থেকে আরও ৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে। এ নিয়ে চলাচল শুরু করা ট্রেনের সংখ্যা দাঁড়াল মোট ১৭ জোড়া। এজন্য স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এছাড়া করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থাও।

বুধবার কমলাপুর রেলস্টেশনে খোঁজ নিয়ে জানা যায়, নতুন যুক্ত হওয়া ট্রেনের মধ্যে ৭ জোড়া ট্রেন ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাত্রী পরিবহন করবে। বাকিগুলো ঢাকার বাইরে চলাচল করবে।

রেলওয়ে মহাপরিচালক বলেন, ‘এখন পর্যন্ত রেলওয়ে প্রতিটি যাত্রী স্বাস্থ্যবিধি ও রেলওয়ের নির্দেশনা মেনে ট্রেনে ভ্রমণ করছেন। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের নিরাপত্তা সরঞ্জাম দেয়া হচ্ছে, আরও দেয়া হবে।’

তিনি যাত্রীদের উদ্দেশে বলেন, ‘আগেভাগে স্টেশনে এসে দূরত্ববিধি মেনে লাইনে দাঁড়িয়ে ট্রেনে উঠুন। স্টেশনে প্রবেশের আগে হ্যান্ড স্যানিটাইজ করুন এবং থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা মাপার সুযোগ দিন।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত