ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ঘূর্ণিঝড় নিসর্গের প্রভাব বাংলাদেশেও

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ জুন ২০২০, ১৬:৩৪

ঘূর্ণিঝড় নিসর্গের প্রভাব বাংলাদেশেও

ঘূর্ণিঝড় নিসর্গের কারণে বাংলাদেশে সরাসরি কোনো প্রভাব না থাকলেও গরম বেড়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ। তিনি বলেন, একটু ভ্যাপসা গরম রয়েছে। এটা নিসর্গের কারণেই সৃষ্টি হয়েছে।

অন্যদিকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, নিসর্গ আমাদের বর্ষা মৌসুমকে আটকে দিয়েছে। নির্দিষ্ট সময়ে দু’তিন পর বর্ষা প্রবেশ করবে। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি পূর্বাভাস রয়েছে। এছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটাও থাকবে বৃহস্পতিবার পর্যন্ত।

এর আগে দুপুরে আবর সাগরে সৃষ্টি হওয়ার ঘূর্ণিঝড় নিসর্গ ১২০ কিলোমিটার বেগে ভারতের মহারাষ্ট্রের উপকূলে আঘাত হেনেছে। এটি সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করে সমতলে উঠে আসবে।

মে মাসের শেষে ঘূর্ণিঝড় আম্পান ভারতে পশ্চিমবঙ্গে (দক্ষিণ উপকূলে) ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করে দিয়ে যায়। যার ১২ দিনের মাথায় দেশটির পশ্চিম উপকূলে আঘাত হানলো নিসর্গ। আম্পান দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুপার সাইক্লোন ছিল। আর নিসর্গ আবর সাগরে প্রবল ঘূর্ণিঝড়।

আরও পড়ুন: ১৪০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে ‘নিসর্গ’

আরএ

  • সর্বশেষ
  • পঠিত