ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

নড়াইলে অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুন ২০২০, ১৮:৪৭

নড়াইলে অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

নড়াইলে করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে নড়াইল জেলা মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

এসময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা শিক্ষা কর্মকর্তা সায়েদুল হক প্রমূখ। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে ক্ষতিগ্রস্থ জেলার মাধ্যমিক স্তরের কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ ব্যাবস্থা চালু করা হল। প্রতিদিন ২টি শির্ফটে সকাল ৯ থেকে ক্লাস করানো হবে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এবং স্থানীয় ক্যাবল টিভির মাধ্যমে বাড়িতে বসে পাঠদান করতে পারবে। এখানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অনলাইনে ক্লাস নিবেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত