ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

জয়পুরহাটে ফেনসিডিলসহ কথিত সাংবাদিক আটক

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুন ২০২০, ০২:৪৯

জয়পুরহাটে ফেনসিডিলসহ কথিত সাংবাদিক আটক

জয়পুরহাটে ১০ বোতল ফেনসিডিলসহ মোকসেদুল মুমিন মোয়াজ্জেম (৩২) নামে স্থানীয় কথিত এক সাংবাদিককে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবির সদস্যরা।

জেলার পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তের পূর্ব উসনা এলাকা থেকে বুধবার দুপুরের দিকে তাকে আটক করা হয়।

আটককৃত মোয়াজ্জেম একাত্তর বাংলা অনলাইন টিভির হিলি প্রতিনিধি বলে জানা গেছে।

মোয়াজ্জেম দিনাজপুর জেলার হিলি-হাকিমপুরের দক্ষিন বাসুদেবপুর এলাকার বাবুল হোসেনের ছেলে।

জয়পুরহাট-২০ বিজিবির কয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার তবিবুর রহমান জানান, আটক মোয়াজ্জেম সাংবাদিক পরিচয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশলে মাদক পাচার করে আসছিল। বুধবার দুপুরের দিকে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তের পূর্ব উসনা এলাকা দিয়ে মোয়াজ্জেম মোটরসাইকেলে করে ফেনসিডিল পাচার করছে এমন গোপন সংবাদ আসে বিজিবির কাছে। এসময় বিজিবি সদস্যরা তার ব্যবহৃত মোটরসাইকেলে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করে।

তাকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত