ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

কুষ্টিয়ায় এক পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুন ২০২০, ১০:১২

কুষ্টিয়ায় এক পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত
প্রতীকী ছবি

বুধবার কুষ্টিয়ায় নতুন করে আরো ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে আটজন একই পরিবারের সদস্য। জেলার সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ পর্যন্ত জেলায় একদিনে এটাই সবোর্চ্চ শনাক্তের সংখ্যা। সব মিলিয়ে জেলায় ৯০ জনের করোনা শনাক্ত হলো।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১১ জন, যার মধ্যে একই পরিবারের ৮ জন সদস্য আছেন। এ ছাড়া ভেড়ামারা উপজেলায় ৪ জন ও দৌলতপুর উপজেলায় একজন আছেন।

সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জেলায় এটিই একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের ঘটনা। ঈদের পর থেকে জেলায় প্রতিদিনই রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, আক্রান্ত প্রত্যেকের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে পুলিশ সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে কঠোরভাবে কাজ শুরু করবে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত