ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

ফের সাধারণ ছুটি নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ জুন ২০২০, ১১:৩৪

ফের সাধারণ ছুটি নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনা পরিস্থিতির আরও অবনতি হলে ফের সাধারণ ছুটি এবং লকডাউন দেওয়ার বিষয়টি বিবেচনা করবে সরকার। সেজন্য আগামী ১৫ জুন পর্যন্ত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন সংশ্লিষ্টরা।

সরকারের কয়েকজন মন্ত্রী সাংবাদিকদেরকে এ তথ্য জানিয়েছেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, যদি দেখি করোনা ব্যাপক অবনতি ঘটছে তাহলে তো বিকল্প কিছু থাকবে না। অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো চালিয়ে নেয়ার জন্যই তো খুলে দেয়া হলো। মানুষ যাতে মাস্ক পরে নিরাপদ থাকে, সেটা বলছি। মানুষ এটা করতে ব্যর্থ হলে এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তো ঘরে থাকা ছাড়া আর উপায় থাকবে না।

অন্যদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও কনফারেন্সে বলেছেন, অসচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানলে করোনা পরিস্থিতির যদি অবনতি হয় এবং জনস্বার্থের বিপরীতে যায়, তাহলে সরকার ফের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত