ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

৭০ দিন পর সোনামসজিদে আমদানি-রফতানি শুরু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ জুন ২০২০, ১৫:৩০

৭০ দিন পর সোনামসজিদে আমদানি-রফতানি শুরু

করোনাভাইরাস রোধে দুই মাস ১০ দিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারো পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ডেপুটি ম্যানেজার মাইনুল ইসলাম জানান, বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারকদের মধ্যে কয়েকদফা চিঠি আদান-প্রদান হয়। এরপর বৃহস্পতিবার থেকে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু হয়।

তিনি জানান, প্রথমদিন ভুট্টা ও পেঁয়াজসহ বিভিন্ন আমদানিপণ্যবাহী বেশ কিছু ভারতীয় ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে। তবে পুরোদমে আমদানি শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এপ্রিল মাসে একবার বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানির চেষ্টা করা হলেও সুরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • পঠিত