ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

রূপগঞ্জের তিন নারী যোদ্ধা

  রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুন ২০২০, ১৬:২৯

রূপগঞ্জের তিন নারী যোদ্ধা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের তিন জন ম্যাজিস্ট্রেটই নারী। তারা হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁন ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।

নারী হয়েও দেশের ক্রান্তিকালে এরা সবাই অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। যা দেখে মুগ্ধ রূপগঞ্জবাসী।

করোনাভাইরাস একটি ছোঁয়াচে রোগ। এই ভাইরাস দ্রুত একজনের শরীর থেকে অন্য জনের শরীরে প্রবেশ করে। যার কোনো ওষুধ এখন পর্যন্ত আবিস্কার হয়নি। প্রতিদিন বিশ্বে শত শত মানুষ মারা যাচ্ছে ।

এমন অবস্থায় সেই অদৃশ্য দানব করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের তিনজন ম্যাজিস্ট্রেট সারাদিন বিভিন্ন স্থানে ছুটে বেড়ান। তাদের সার্বিক ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নেই। জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, রূপগঞ্জবাসীর প্রতি অনুরোধ থাকবে বিনা কারণে যেনো কেউ ঘর থেকে বের না হয়। জীবনে বেচে থাকলে বহু আনন্দ হবে। এখন দেশের ক্রান্তিকালে আনন্দ নয়। সবাই সরকারের নির্দেশ মেনে চলুন। এছাড়া ঐ তিন কন্যার নেতৃত্বে এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় গাউছিয়া মার্কেটে প্রায় ৩ যুগ দখলে থাকা ফুটপাত উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

প্রসঙ্গত প্রতিদিন রূপগঞ্জে বাড়ছে করোনা রোগী। রোগীদের চিকিৎসা , তাদের বাড়ি লকডাউন এবং আক্রান্তের বাড়িতে খাবার পৌছে দিচ্ছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত