ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত আরও ২০

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৫ জুন ২০২০, ১৩:০৫  
আপডেট :
 ০৫ জুন ২০২০, ১৩:১২

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত আরও ২০

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে দুই নার্স ও এক পরিসংখ্যানবিদসহ ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪২ জনে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে কাশিয়ানী উপজেলায় ৮ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৭ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ ও মুকসুদপুর উপজেলায় একজন রয়েছেন।

তিনি আরো বলেন, জেলা থেকে মোট তিন হাজার ২১৮ জনের নমুনা পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন। বাকীদের মধ্যে ১২০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১২১ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে জেলায় ২২২ করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ৫৬ জন, কাশিয়ানী উপজেলায় ৫৬ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় চার চিকিৎসকসহ ২৯ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩৫ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও একজন নার্সসহ ৪৬ জন রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত