ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত ১২৮৭

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ০৬ জুন ২০২০, ১৩:৫৪  
আপডেট :
 ০৬ জুন ২০২০, ১৩:৫৫

রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত ১২৮৭

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের ৮টি জেলায় আরো ৮৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৮৭ জনে। নতুন করে মারা গেছে তিনজন।

শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এসব তথ্য জানান।

তিনি জানান, এই বিভাগে মারা গেছেন ১৪ জন। এছাড়া ২৪ ঘণ্টায় তিনজন সুস্থ হয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩২১ জন। গত ২৪ ঘণ্টায় বগুড়া ও পাবনায় বেশি রোগী শনাক্ত হয়েছে।

জানা গেছে, বিভাগের সর্বোচ্চ আক্রন্ত হয়েছে বগুড়ায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৫৬৯ জন। পরের অবস্থানে রয়েছে জয়পুরহাট জেলা। সেখানে আক্রন্ত হয়েছেন ২০৫ জন। ১৪৬ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন নওগাঁ। এছাড়া রাজশাহীতে ৭৫ ও চাঁপাইনবাবগঞ্জে ৫৬ জন, নাটোরে ৬৪ জন, সিরাজগঞ্জ ১০০ ও পাবনা ৭২ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত