ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

রাজবাড়ী‌তে জীবাণুমুক্তকরণ টা‌নেল উদ্বোধন

  রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশ : ০৬ জুন ২০২০, ১৪:২৪

রাজবাড়ী‌তে জীবাণুমুক্তকরণ টা‌নেল উদ্বোধন

ক‌রোনাভাইরাসে‌র সংক্রমণ থে‌কে রাজবাড়ীবাসী‌কে মুক্ত রাখ‌তে রাস্তার উপ‌রে জীবাণুমুক্তকর‌ণের টা‌নেল উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

শনিবার বেলা ১২টার দি‌কে রাজবাড়ী পৌরসভা কার্যাল‌য়ের সাম‌নে সড়‌কে বাংলা‌দেশ সেনাবা‌হিনীর ৫৫ পদা‌তিক ডিভিশ‌নের সহ‌যোগিতায় স্থাপিত এ জীবাণুমুক্তকরণ টা‌নেলের উ‌দ্বোধন করা হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, ২১ পদা‌তিক ব্রিগেড কমান্ডার ব্রিগে‌ডিয়ার জেনা‌রেল রিয়াজুর রহমান, ১০ ইষ্ট বেঙ্গল অ‌ধিনায়ক লে‌ফটেন্যান্ট ক‌র্নেল মঞ্জুরুল হক, উপ-অ‌ধিনায়ক মেজর ইমরান, মেজর সাবরী, ক্যাপ্টেন আ‌সিবসহ রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, ক‌রোনাকালীন সম‌য়ে রাজবাড়ীর দ্ব‌া‌য়িত্বপ্রাপ্ত সেনাবা‌হিনীর সদস্য ও পৌরসভার কাউ‌ন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা।

উ‌দ্বোধন পরবর্তী‌তে টা‌নেল‌টি প‌রিচালনার জন্য পৌর কর্তৃপ‌ক্ষের নিকট হস্তান্তর করা হয়। এ সময় জীবাণুমুক্ত টা‌নে‌লের ম‌ধ্যে দি‌য়ে ছোট ছোট যানবাহন, সাধারণ মানুষ চলাচল শুরু ক‌ারে।

জেলা প্রশাসন ও পে‌ৗর কর্তৃপক্ষ চাই‌লে গুরত্বপূর্ণ স্থানে সেনাবা‌হিনী আ‌রো টানেল করে দি‌তে প্রস্তুত র‌য়ে‌ছে ব‌লে জানান ২১ পদা‌তিক ব্রিগেড কমান্ডার ব্রিগে‌ডিয়ার জেনা‌রেল রিয়াজুর রহমান।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত