ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৭ জুন ২০২০, ০৯:২৭

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জন নিহতের খবর পাওয়া গেছে। শনিবার জয়দেবপুর বাজার রেলক্রসিং ও বিলাশপুর এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন- মাইনুল ইসলাম (৫৩)। তিনি গাজীপুর মহানগরীর বিলাশপুর এলাকার বিশ্ব প্রামণিকের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন। এদিকে গাজীপুর বিলাশপুর এলাকার দুর্ঘটনায় নিহতের পরিচয় পাওয়া যায় নাই।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন ফাঁড়ির এএসআই মহিউদ্দিন জানান, সন্ধ্যায় লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। এ সময় জয়দেবপুর বাজার রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মাইনুল ইসলামের মৃত্যু হয়।

তবে ধারণা করা হচ্ছে তিনি ঢাকা-রাজশাহীগামী কোনো ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত