ঢাকা, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

‘করোনা নিউমোনিয়ায়’ আক্রান্ত ডা. জাফরুল্লাহ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২০, ১৩:৪৯

‘করোনা নিউমোনিয়ায়’ আক্রান্ত ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ফুসফুস ‘করোনা নিউমোনিয়ায়’ আক্রান্ত। এমনকি গত চার দিনে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। কোনো অবনতিও হয়নি বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

আজ মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে প্রবীণ এই মুক্তিযোদ্ধা নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত বৃহস্পতিবার রাত থেকে তার শরীর খারাপ হয়। শনিবার থেকে কিছুটা উন্নতি হয়।’

মো. ফরহাদের ভাষ্য, ‘সেই থেকে স্যারের শারীরিক অবস্থা এখন পর্যন্ত একই রকম আছে। সকালে উঠে খেয়েছেন। তার চিকিৎসা চলছে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে প্রতিদিন সকালে ডা. জাফরুল্লাহর স্বাস্থ্যের সর্বশেষ আপডেট জানানো হয়। গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মামুন মুস্তাফির বরাতে জাফরুল্লাহর সর্বশেষ সার্বিক শারীরিক অবস্থা নিয়ে সেখানে বলা হয়, ‘তার ফুসফুস কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত। যথেষ্ট অক্সিজেন ও অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে। তিনি নিজ থেকে খাবার খেতে পারছেন। রক্তচাপ ও অন্যান্য ক্লিনিক্যাল অবস্থা স্থিতিশীল। তার ফিজিওথেরাপি ও ডায়ালাইসিস চলছে।’

প্রসঙ্গত, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তের র‌্যাপিড টেস্টিং কিট দিয়ে নিজের নমুনা পরীক্ষা করান ডা. জাফরুল্লাহ। ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনা সংক্রমিত। এছাড়া বিএসএমএমইউর পরীক্ষা থেকেও ২৮ মে তার করোনা পজিটিভ ধরা পড়ে। ৭৯ বছর বয়স্ক এই চিকিৎসক ২৯ মে থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার স্ত্রী ও ছেলেও করোনা সংক্রমিত। তবে তারা শঙ্কামুক্ত।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত