ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

বসানো হলো পদ্মা সেতুর ৩১তম স্প্যান, দৃশ্যমান ৪৬৫০ মিটার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২০, ১৭:২০

বসানো হলো পদ্মা সেতুর ৩১তম স্প্যান, দৃশ্যমান ৪৬৫০ মিটার

চলমান করোনা পরিস্থিতিতেও থেমে নেই পদ্মাসেতুর নির্মাণ কাজ। যার ফলশ্রুতিতে বসানো হল পদ্মা সেতুর ৩১তম এ স্প্যান। এই স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো ৪ হাজার ৬৫০ মিটার।

বুধবার এ স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর মাঝনদীর সঙ্গে সংযোগ ঘটলো জাজিরার। এটি জাজিরা প্রান্তে বসানো শেষ স্প্যান।

এ স্প্যানটি বসানোর ফলে এখন জাজিরার শেষ পিলারটি থেকে শুরু করে মাওয়ার দিকে টানা ২৯টি স্প্যান দৃশ্যমান করা হলো। মাওয়া প্রান্তে বসানো আছে মাত্র দুটি। সেতুর ৪১টির মধ্যে যে ১০টি স্প্যান বাকি আছে, তার সবগুলোই এরপর বসানো হবে মাওয়া প্রান্তে।

জাজিরা পাড়ে টানা বসানো আছে ১৬টি স্প্যান, মাঝের একটির বিরতির পর মাঝনদীতে আবারও টানা বসানো আছে ১২টি। এবার মাঝেরটি বসানোর পালা।

বুধবার সকাল ৯ টায় মাওয়ার ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে সাড়ে ৩ কিলোমিটার দূরত্বে রওয়ানা দেয় ক্রেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নদীর তীব্র স্রোত। মূল নদীতে স্রোতের বাধা পেরুনোর পর আবারও ক্রেন আটকে যায় নদীর তলদেশের পলির কারণে। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আবারও শুরু হয় কাজ। দুপুর ১ টা নাগাদ স্প্যান নিয়ে আসা যায় নির্ধারিত পিলারের কাছে। শুরু হয় বসানোর তৎপরতা।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত