ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

করোনার মধ্যে বাল্যবিবাহ, আটকালো ইউএনও

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২০, ২১:৫৬

করোনার মধ্যে বাল্যবিবাহ, আটকালো ইউএনও

ফরিদপুরের সালথায় করোনা ও বৃষ্টি উপেক্ষা করে বাল্যবিবাহ বন্ধ করেছেন ইউএনও মোহাম্মদ হাসিব সরকার। শুক্রবার দুপুরে উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতন্দী গ্রামে বাল্যবিয়ের সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এ বাল্যবিবাহ বন্ধ করেন তিনি। এ সময় বর আরিফ ফকিরকে (২৩) আটক করা হয়। এছাড়া বর ও মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

স্থানীয়রা জানায়, কনে (মেয়েটি) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সে ২০০৭ ইং সালের ১০ জুন তারিখে জন্মগ্রহণ করেছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মোহাম্মদ হাসিব সরকার বাংলাদেশ জার্নালকে বলেন, বরপক্ষ ও মেয়েপক্ষ উভয়ই সরকার নির্ধারিত মেয়েদের ১৮ বছর না হওয়া পর্যন্ত বাল্যবিবাহ করবেন না বা করাবেনা মর্মে মুচলেকা দিয়েছেন।

ইউএনও আরো বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৭ ধারা মতে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করতে আসার অপরাধে বরকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা এবং একই আইনের ৮ ধারা মতে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেবার আয়োজন করায় মেয়ের বাবাকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত