ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বিএসএফের বিস্ফোরকে বাংলাদেশি নিহত

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২০, ১৭:১০

বিএসএফের বিস্ফোরকে বাংলাদেশি নিহত

নওগাঁর সাপাহারের সীমান্ত এলাকায় বিএসএফের বিস্ফোরকে আব্দুল বারী (৪৫) নামক এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত আব্দুল বারী উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের আবুবক্করের ছেলে।

বিজিবি ১৬ ব্যাটালিয়নের আদাতলা ফাঁড়ি কমান্ডার সুবেদার আব্দুল হান্নান বলেন, আবদুল বারী ভারত থেকে গরু নিয়ে ২৪২ মেইন পিলারের ১৩ আর পাশ দিয়ে দেশে আসছিলো। এ সময় ভারতের খুঁটাদহ ফাঁড়ির বিএএসএফ সদস্যরা তাকে লক্ষ করে বিস্ফোরক ছুড়ে মারে।

তিনি বলেন, বারী আহত অবস্থায় হামাগুড়ি দিয়ে সীমান্ত পেরিয়ে নোম্যান্স ল্যান্ডের পুনর্ভবা নদীতে এসে পড়ে যান। খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, বারী এলাকায় একজন চিহ্নিত এবং বিজিবির তালিকাভুক্ত চোরাকারবারি।

সাপাহার থানার ওসি আব্দুল হাই জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত