ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

নোয়াখালীতে করোনায় মৃত্যু ১, সর্বোচ্চ শনাক্ত ১০৬

  নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২০, ১৫:৩৫

নোয়াখালীতে করোনায় মৃত্যু ১, সর্বোচ্চ শনাক্ত ১০৬

নোয়াখালীতে করোনায় গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যৃ হয়েছে ও নতুন করে সর্বোচ্চ ১০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু ৩৯ জন, মোট আক্রান্ত ১৫৮১ ও সুস্থ হয়েছেন ৫৪৮ জন।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, গত ১৫ ও ১৬ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ১৭ জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রয়েছেন।

করোনার সংক্রমণ ও মৃত্যৃ বেড়ে যাওয়ায় নোয়াখালীর সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউন চলছে। উপজেলার প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থানে পুলিশ। তবে জরুরি সেবাগুলো এর আওতার বাইরে রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত