ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

সাতক্ষীরায় গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধি

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২০, ১৬:৫৬  
আপডেট :
 ২১ জুন ২০২০, ১৭:১৪

সাতক্ষীরায় গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধি

সাতক্ষীরায় সামাজিক দূরত্ব বজায় না রেখে গা ঘেঁষে বাসে চলাচল করছে যাত্রীরা। বাসে ওঠার সময়ও গেটেও জড়ো হন আগের মতোই। জীবাণুনাশক স্প্রে না করার অভিযোগ করেছেন অনেক সচেতন যাত্রী।

এক যাত্রী বলেন, বাসের পক্ষ থেকে কোনো কিছুই জীবাণুনাশক করেনি। আইনশৃঙ্খলা কঠোর না থাকায় স্বাস্থ্যবিধি না মানার পাশাপাশি অনিয়ম এবং অব্যবস্থাপনার মধ্যদিয়ে সাতক্ষীরায় চলাচল করছে গণপরিবহন। হাতে গোনা কয়েকটি বাস ছাড়া বেশিরভাগ বাস স্বাস্থ্যবিধি না মেনেই বহন করা হচ্ছে যাত্রী।

সাতক্ষীরা থেকে আশাশুনি ছেড়ে যাওয়া বেশিরভাগ বাসের যাত্রীরাদের মাস্ক ছাড়া চলাচলকরতে দেখা গেছে। কয়েকজন যাত্রী বাসের কমন্ট্রাটরকে অভিযোগ দিলো কোন ব্যবস্থা নেয়া হয়নি।

এক যাত্রী জানান, আমি প্রতিদিন সকালে সাতক্ষীরা থেকে আশাশুনি যাই। প্রতিদিন দেখি যাত্রীরা মাস্ক ছাড়া গায়ে ঘেঁষাঘেঁষি করে বাসে ওঠেন। দিন দিন এ অবস্থা আরও অবনতই হচ্ছে।

সচেতন যাত্রীরা জানান, এ বিষয়ে যেন দ্রত ব্যবস্থা নেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত