ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

রূপগঞ্জে লকডাউন অমান্য, ৪ খাবার হোটেলকে জরিমানা

  রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২০, ০৩:৫৪  
আপডেট :
 ২৪ জুন ২০২০, ০৩:৫৬

রূপগঞ্জে লকডাউন অমান্য, ৪ খাবার হোটেলকে জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নে লকডাউন অমান্য করে হোটেল খোলা রাখায় চারটি খাবার হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ফারজানা আক্তার আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, লকডাউন অমান্য করে খাবার হোটেল খোলা রাখায় চারটি হোটেলকে মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তাদের লকডাউন থাকাকালীন সময়ে যাতে করে হোটেল খোলা না রাখেন সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম বলেন, ১২ জুন থেকে করোনা সংক্রমণের রেড জোন ঘোষণা করে রূপগঞ্জ ইউনিয়নকে লকডাউন করেছে জেলা প্রশাসন। লকডাউন কার্যকরে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী নিয়মিত টহল দিয়ে যাচ্ছে। লকডাউনের ১১ তম দিনেও শান্তিপূর্ণভাবে লকডাউন সফলভাবে কার্যকর হয়েছে। লকডাউন অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত