ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

রূপগঞ্জে ৩ বাড়িতে হামলা, ২ নারীকে মারধর

  রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২০, ২৩:৫৮  
আপডেট :
 ২৫ জুন ২০২০, ০০:০১

রূপগঞ্জে ৩ বাড়িতে হামলা, ২ নারীকে মারধর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তিনটি বাড়ির কয়েকটি ঘর কুপিয়ে তছনছ করাসহ ২ নারীকে শ্লীলতাহানি করার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার দুপুরে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত ভোর ৪টায় উপজেলার টেকবলাইখা (খালপাড়)এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, টেক বলাইখা (খালপাড়) এলাকার নাছির উদ্দিনের স্ত্রী পারভিন (৪৫) ও তার ছোট বোন বিলকিছ (৪০)। এ ঘটনায় পারভিন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টেকবলাইখা এলাকার নাছির উদ্দিনের পরিবারের সাথে একই এলাকার হাসান আলীর ছেলে জয়নাল পরিবারের দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই মঙ্গলবার ভোর ৪টার দিকে হাসান আলীর ছেলে জয়নালের নেতৃতে টেকবলাখার রাজিব ও ডালিম, সবুজ, বোরহানসহ আরো ৪/৫ জন অজ্ঞাত দেশীয় অস্ত্র নিয়ে নাছির উদ্দিনের বাড়িতে হামলা চালায়।

এসময় নাছির উদ্দিনের স্ত্রী পারভিন বাধা দেয়ায় তাকে শ্লীলতাহানি করা হয়। পারভিনের বাড়িতে হামলার খবর পেয়ে তার ছোট বোন বিলকিছ ছুটে আসলে তিনিও মারধরের শিকার হন। পরে অভিযুক্তরা বিলকিছের বাড়ি ও তার চাচা হযরত আলীর বাড়িতে কয়েকটি ঘর কুপিয়ে তছনছ করে ফেলে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

পারভিনের অভিযোগ পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসীরা পুনরায় তার উপর হামলা চালায়। এসময় পুলিশ অভিযুক্তদের না ধরে উল্টো তাকে ফাঁড়িতে নেয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

পারভিন বলেন, তারা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে দীর্ঘদিন ধরেই শ্লীলতাহানির চেষ্টা করে আসছিল।

এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগ এখনো পাইনি, অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত