ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

খানসামায় বজ্রপাতে মাটির ঘর ভেঙে ৪র্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুন ২০২০, ০৩:৫৯

খানসামায় বজ্রপাতে মাটির ঘর ভেঙে ৪র্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

দিনাজপুরের খানাসামায় বজ্রপাতে মাটির ঘর ভেঙে দেয়ালের নীচে চাপা পড়ে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে বজ্রপাতে বিকট শব্দে মাটির ঘর ভেঙে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী পলি আক্তার (১০) খানাসামা উপজেলার হোসেনপুর গ্রামের আমিনুল ইসলামের কন্যা।

খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন , পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে ।

জানা যায়, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এসময় বাড়ীতে মাটির ঘরে পলি আক্তার একা ঘুমাচ্ছিল। বৃষ্টি ও বজ্রপাতের সময় প্রচন্ড শব্দে ঘরটি ভেঙে পড়ে। এতে দেয়ালের নীচে চাপা গড়ে পলি আক্তার মারা যায়। পরিবারের সদস্যরা টের পেয়ে তার লাশ উদ্ধার করে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত