ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৫ মিনিট আগে
শিরোনাম

রৌমারীতে করোনা টেস্টের ফল আসার আগেই নারীর মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২০, ০৬:০৮

রৌমারীতে করোনা টেস্টের ফল আসার আগেই নারীর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে করোনা টেস্টের ফলাফল আসার আগেই ঢাকাফেরত সাহিমা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

শুক্রবার রাত ৮টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নুরপুর গ্রামে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। ওই নারীর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত (২২ জুন) তার নমুনা সংগ্রহ করে রংপুরে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। করোনার উপসর্গ জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন সাহিমা বেগম।

রৌমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম লালু জানান, রৌমারী সদর ইউনিয়নের নুরপুর ব্যাপারী পাড়ার আব্দুল হকের মেয়ে সাহিমা বেগম ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। গত (১৮ জুন) জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রৌমারীর বাবার বাড়িতে আসেন তিনি। নমুনা পরীক্ষার ফল আসার আগেই শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত