ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে ৬০০ ছাড়ালো করোনা রোগীর সংখ্যা

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২০, ১৫:৩৮

গোপালগঞ্জে ৬০০ ছাড়ালো করোনা রোগীর সংখ্যা

গোপালগঞ্জে ৬শ' ছাড়িয়েছে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে চিকিৎসকসহ ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬০৯ জনে।

রোববার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, কোটালীপাড়া উপজেলায় ৬ জন ও মুকসুদুপুর উপজেলায় ২ জন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, জেলা থেকে মোট ৪ হাজার ৯১১ জনের নমুন সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় মোট ১০ জন মারা গেছেন। বাকীদের মধ্যে ৩১২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ২৮৭ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

করোনা আক্রান্ত ৬০৯ জনের মধ্যে মুকসুদপুর উপজেলায় ১৪৭ জন, সদর উপজেলায় ১৫৬ জন, কাশিয়ানী উপজেলায় ১২৮ জন, কোটালীপাড়া উপজেলায় ৯০ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৮৮ জন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৫০ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত