ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

ওষুধের মূল্য বেশি রাখায় হাসপাতালকে জরিমানা

  মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২০, ২২:৩৮

ওষুধের মূল্য বেশি রাখায় হাসপাতালকে জরিমানা

মানিকগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ওষুধ বিক্রি করায় মুন্নু মেডিকেল এন্ড কলেজ হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রবিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন।

আসাদুজ্জামান রুমেল জানান, গত মে মাসে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ফার্মেসী থেকে কিছু ওষুধ কিনেন। ২৪০ টাকার ওষুধের দাম তার কাছে ৩১৫ টাকায় বিক্রি করা হয়। পরে ওই ব্যক্তি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। আজ ওই অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানী শেষে ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকার করেন। এসময় আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৫০০০ টাকা প্রদান করা হয়।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত