ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

নাটোরে করোনার উপসর্গে বৃদ্ধের মৃত্যু

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২০, ১৫:৫০

নাটোরে করোনার উপসর্গে বৃদ্ধের মৃত্যু
প্রতীকী ছবি

নাটোর সদর উপজেলার তেবারিয়া আরমান মোড়ে করোনার উপসর্গ নিয়ে লোকমান হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার করোনার উপসর্গ জ্বর, সর্দি ও কাশি নিয়ে আরমান মোড়ে বাড়িতে আসে তিনি। সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে নাটোর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

লোকমান হোসেন ঢাকায় কাপড় বিক্রি করতেন। তার পৈতৃক বাড়ি নাটোর সদর উপজেলার চাঁদপুরে। তিনি ওই গ্রামের মৃত সোলেমান হোসেনের ছেলে।

এলাকবাসাী জানান, লোকমান হোসেন গত তিন বছর যাবৎ পরিবার নিয়ে নাটোরের তেবাড়িয়া আরমান মোড়ের আফেজ হোসেন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, করোনার উপসর্গ নিয়ে লোকমান হোসেন নামে এক বৃদ্ধার মৃত্যু খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ছে। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হবে।

নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে স্বাস্থ্যকর্মী পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত