ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

পানির নিচে উপুড় হয়ে আছে লঞ্চটি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২০, ১৭:৩০

পানির নিচে উপুড় হয়ে আছে লঞ্চটি

‘লঞ্চটি ৬০-৭০ ফুট পানির নিচে উপুড় হয়ে আছে। আমি দু’টি লাশ লঞ্চের বাইরে পেয়েছি। ধারণা করছি, কিছু লাশ হয়তো বের হয়েছে।’ কথাগুলো বলছিলেন ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করা বেসরকারি ডুবুরি মো. কালু।

তবে ভেতরে কত জনের লাশ আছে তা বোঝা যাচ্ছে না এখনও। শেষ ৭-৮টি মরদেহ ডুবে থাকা লঞ্চটির আশেপাশে ভাসমান অবস্থায় পেয়েছেন ডুবুরিরা।

সোমবার দুপুরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ডুবুরিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

নজরুল ইসলাম নামে আরেক ডুবুরি বলেন, ‘আমি দু’টি লাশ উদ্ধার করেছি। ভেতরে আর লাশ দেখলাম না। তবে লঞ্চটি উপুড় হয়ে রয়েছে অন্যকোথাও থাকতে পারে।’

এদিকে বিআইডব্লিউটি’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এখনও ঘটনাস্থলে এসে পৌঁছাতে পারিনি। জাহাজটি পোস্তগোল ব্রিজের কাছ পর্যন্ত এসে আর আসতে পারছে না।

উল্লেখ্য, সোমবার সকালে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা ছোট্ট দোতলা লঞ্চ মর্নিং বার্ডকে ধাক্কা দেয় ময়ূর-২ নামে আরেকটি লঞ্চ। এখন পর্যন্ত নারী, শিশুসহ ৩১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: বুড়িগঙ্গায় লঞ্চডুবি: মরদেহ হস্তান্তর শুরু

আরও পড়ুন: বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ৩০ লাশ উদ্ধার

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত