ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

যশোরে আরো ৪২ জনের করোনা শনাক্ত

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২০, ২০:৫৮

যশোরে আরো ৪২ জনের করোনা শনাক্ত

যশোরে ১৪২ নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫৫৫ জন শনাক্ত হলো। এর মধ্যে মারা গেছে ১০ জন।

সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছেন।

যশোর সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, শনাক্ত ৪২ জনের মধ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৭ ও চৌগাছা উপজেলায় রয়েছেন ২ জন। অন্য উপজেলার ফলাফল বাচাইয়ের কাজ চলছে।

যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, যশোরে ৪২ জন ছাড়াও মাগুরা জেলার ৪২ জনের নমুনা পরীক্ষায় ১১ জন, বাগেরহাট জেলার ৬৩ নমুনা পরীক্ষায় ৭ জন ও সাতক্ষীরা জেলার ৩০ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সব মিলিয়ে ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা পজেটিভ এবং ২০৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে। ফলাফল সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কাছে মেইলে পাঠিয়ে দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত