ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

লঞ্চ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবে তদন্ত কমিটি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২০, ২১:২৩

লঞ্চ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবে তদন্ত কমিটি
ফাইল ছবি

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল মঙ্গলবার এবং বুধবার বিকেল ৩টায় সদরঘাটে লঞ্চডুবির ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়া হবে। কমিটির আহ্বায়ক নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) মো. রফিকুল ইসলাম খান ঘটনার প্রত্যক্ষদর্শীদের উক্ত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, লঞ্চ দুর্ঘটনার কারণ উদঘাটন, দুর্ঘটনার জন্য দায়ি ব্যক্তি/সংস্থাকে সনাক্তকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় উল্লেখ করে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের লক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয় আজ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি আগামী সাত দিনের মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত