ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

শিক্ষানবিশদের আইনজীবী সনদের দাবি

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২০, ১৬:৩৬

শিক্ষানবিশদের আইনজীবী সনদের দাবি

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ আইন শিক্ষানবিশদের সরাসরি গেজেটের মাধ্যমে আইনজীবী সনদ প্রদান করার দাবিতে মানববন্ধন করেছে বরিশাল জেলা বার অ্যাসোসিয়েশন শিক্ষানবিশ আইনজীবী সমন্বয় পরিষদ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর টাউন হলের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যাবিধি মেনে এ কর্মসূচি পালিত হয়।

বরিশাল জেলা বার অ্যাসোসিয়েশনের শিক্ষানবিশ সংগঠনের সমন্বয়কারী বাবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরোয়ার হোসেন, সোনিয়া আক্তার, মাসুদ খান, রিয়াজ হোসেন, ইসরাত জাহান ডলিসহ অন্যান্যরা।

বক্তারা বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে এসসিকিউ পরীক্ষার পর লিখিত পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ায় ২০১৭ ও ২০২০ সালের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশদের আইনজীবী তালিকায় অন্তর্ভুক্ত করা ও গেজেটের মাধ্যমে প্রকাশ করার দাবি জানান।

এছাড়া ২০২০ সালের মধ্যেই এনরোলমেন্ট প্রসেস সম্পন্ন করে ২০১৭ সালের আপিল বিভাগের রায় কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত