ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

হিলিতে ৬% ছাড়ে ওষুধ বিক্রি

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ০১ জুলাই ২০২০, ১৬:৪৬

হিলিতে ৬% ছাড়ে ওষুধ বিক্রি

করোনা মহামারির মধ্যে দেশের বিভিন্ন স্থানে একপ্রকার অসাধু ওষুধ ব্যবসায়ী যখন বেশি দাম রাখছে, ঠিক তখনই নিম্নবিত্ত ও মধ্যবিত্তসহ সবার কথা চিন্তা করে ৬% ছাড়ে ওষুধ বিক্রি শুরু করেছে হিলির ফার্মেসি ব্যবসায়ীরা।

মঙ্গলবার দুপুরে ওষুধ ব্যবসায়ীদের সম্মিলিত একটি বৈঠক শেষে এই সিদ্ধান্ত গ্রহণের পর থেকে এই কার্যক্রম শুরু হয়।

বাংলাহিলি ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে সমিতির ৩২ জন ওষুধ ব্যবসায়ী সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে ওষুধের গায়ের এমআরপি মূল্য থেকে শতকরা ৬% ছাড় দিয়ে ওষুধ বিক্রি শুরু করেছেন। এছাড়া সপ্তাহে একজন ডাক্তার দ্বারা গরীবের ফ্রি চিকিৎসা হবে।

হিলি বাজারে ওষুধ ক্রয় করতে আসা মিজানুর রহমান জানান, আগে বাজারে এমআরপি মোতাবেক ওষুধের দাম নিতো। আজ দেখছি তারা ৬% ছাড়ে ওষুধ দিলো। করোনাকালীন সময়ে ওষুধের দাম কমায় আমরা খুশি।

হিলি-হাকিমপুর এলাকার পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, বাংলাহিলি ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির এ ধরণের উদ্যোগ খুবই ভালো। তারা ৬% ছাড়ে ওষুধ বিক্রিসহ বিনা ভিজিটে সপ্তাহে একদিন ডাক্তার দ্বারা জনগণের চিকিৎসা সেবা করার উদ্যোগ নিয়েছে। এটা একটি মহৎ উদ্যোগ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত