ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আনোয়ার খান মডার্ণের সঙ্গে রেজিষ্ট্রেশন সার্ভিসের চুক্তি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২০, ২০:৩৭  
আপডেট :
 ০২ জুলাই ২০২০, ২১:৫৮

আনোয়ার খান মডার্ণের সঙ্গে রেজিষ্ট্রেশন সার্ভিসের চুক্তি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এর পরামর্শ ও সহযোগিতায় নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা চিকিৎসা সেবা দিতে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন (বিআরএসএ)।

আজ বৃহস্পতিবার (২ জুন) বিকেলের দিকে আনোয়ার খান মডার্ণ হাসপাতালের সঙ্গে সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারদের পেশাগত সংগঠন বিআরএসএ এই চুক্তিটি স্বাক্ষর করে। এসময় অধিদপ্তরের মহা-পরিদর্শক শহিদুল আলম ঝিনুক উপস্থিত ছিলেন।

চুক্তিতে আনোয়ার খান মডার্ণ হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান এবং বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের পক্ষে সভাপতি মো. জিয়াউল হক ও মহাসচিব শেখ কাওসার আহমেদ।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালেই এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/টিও/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত