ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৩ মিনিট আগে
শিরোনাম

মমেক অধ্যক্ষকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুলাই ২০২০, ০৩:০১  
আপডেট :
 ০৩ জুলাই ২০২০, ০৩:০৫

মমেক অধ্যক্ষকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

করোনায় আক্রান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, কলেজের প্রিন্সিপাল ডা. চিত্তরঞ্জন দেবনাথ ও তার স্ত্রী ডা. মঞ্জু রাণী দেবনাথ গত ৩০ জুন করোনা আক্রান্ত হওয়ার পর নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। কিন্তু বৃহস্পতিবার বিকেলে চিত্তরঞ্জন দেবনাথ ময়মনসিংহ করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয় ডা. চিত্তরঞ্জন দেবনাথকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত