ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় ৩২ জনের করোনা শনাক্ত

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুলাই ২০২০, ১৭:১৮

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় ৩২ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৪৩ জনে।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, কোটালীপাড়া উপজেলায় ৭ জন, মুকসুদুপুর উপজেলায় ৬ জন, কাশিয়ানী উপজেলায় ৪ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২ জন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, জেলা থেকে মোট ৫ হাজার ৪০৬ জনের নমুন সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় মোট ১২ জন মারা গেছেন। বাকীদের মধ্যে ৩৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ৩৩২ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

করোনা আক্রান্ত ৭৪৩ জনের মধ্যে সদর উপজেলায় ২০০ জন, মুকসুদপুর উপজেলায় ১৭০ জন, কাশিয়ানী উপজেলায় ১৪৬ জন, কোটালীপাড়া উপজেলায় ১১৭ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ১১০ জন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৬৪ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত