ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ভূতুড়ে বিল: ২৯০ কর্মীর বিরুদ্ধে শাস্তির সুপারিশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ১৪:৪৩  
আপডেট :
 ০৫ জুলাই ২০২০, ১৭:১১

ভূতুড়ে বিল: ২৯০ কর্মীর বিরুদ্ধে শাস্তির সুপারিশ

ভূতুড়ে বিদ্যুৎ বিলকাণ্ডে জড়িত চার বিতরণ কোম্পানির ২৯০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। এছাড়া অতিরিক্ত বিল জুন মাসে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব।

প্রসঙ্গত, করোনাকালীন সময়ে গত দুই মাস ধরে অতিরিক্ত বিলের অভিযোগ আসছিলো বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিরদ্ধে। এ নিয়ে গত ২৫ জুন দুটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ।

এ ঘটনায় গতকাল এক নির্বাহী প্রকৌশলীসহ চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)।

সরকারের বেঁধে দেয়া সাত দিনের মধ্যে ভুতুড়ে বিল সমন্বয় করতে ব্যর্থ হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত