ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

নিয়মিত আদালত চালুর দাবি আইনজীবীদের

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ১৭:৫১

নিয়মিত আদালত চালুর দাবি আইনজীবীদের

কুমিল্লায় ভার্চুয়াল নয়, নিয়মিত আদালত চালুর দাবিতে মানববন্ধন করেছে আইনজীবীরা। রোববার জেলা আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সাড়ে তিন মাসের মতো আদালত বন্ধ। ভার্চুয়াল আদালত চালু হলেও তা প্রয়োজনের তুলনায় কম। এতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে অনেক আইনজীবী, আইনজীবী সহকারী আয়বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকে নগরীর বাসা ছেড়ে গ্রামে চলে গেছেন।

তারা স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর সাথে আইনজীবী, আইনজীবী সহকারীদের জন্য প্রণোদনারও দাবি জানান। এ সময় নিয়মিত আদালত চালু না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল হাশেম খান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট ইউসুফ আলী, সাবেক কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভুইয়া, অ্যাডভোকেট বিকাশ সাহা, অ্যাডভোকেট আশিকুর রহমান ও অ্যাডভোকেট সুবীর নন্দী বাবু প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত