ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বুড়িগঙ্গায় এবার নৌকাডুবি, নিখোঁজ ১

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ১৮:৪৫  
আপডেট :
 ০৫ জুলাই ২০২০, ১৮:৫৭

বুড়িগঙ্গায় এবার নৌকাডুবি, নিখোঁজ ১

রাজধানীর সদরঘাটের বাদামতলীর লঞ্চ ঘাটে এবার লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে বিষয়টি জানিয়েছেন সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম।

ওসি রেজাউল করিম জানান, বেলা ১২টার দিকে একটি খেয়া নৌকায় ৫ জন যাত্রী নিয়ে আগানগর ঘাট থেকে বাদামতলী ঘাটে যাচ্ছিল। খেয়া নৌকাটি বাদামতলী ঘাটের কাছাকাছি আসলে মিরাজ-৬ নামের লঞ্চটি পেছনে দিকে গতি দিলে এর সঙ্গে নৌকাটি ধাক্কা লেগে ডুবে যায়।

এসময় নদীতে থাকা অন্য খেয়া নৌকার মাঝিরা ডুবে যাওয়া নৌকার মাঝিসহ ৫ জনকে উদ্ধার করে। তবে একজন নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিখোঁজ যাত্রীর সন্ধানে ডুবুরি দল কাজ করছে।

প্রসঙ্গত, গত ২৯ জুন বুড়িগঙ্গায় ময়ূর-২ নামের লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়। এ শোকের মধ্যেই এবার এ নৌকাডুবির ঘটনা ঘটল।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত