ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

ইভটিজিং’র প্রতিবাদ: ছাত্রীর বাবার হাত ভেঙে দিলো পিতা-পুত্র

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ২০:৩৮

ইভটিজিং’র প্রতিবাদ: ছাত্রীর বাবার হাত ভেঙে দিলো পিতা-পুত্র

বরিশালের উজিরপুরে ইভটিজিং’র প্রতিবাদ করায় ছাত্রীর বাবার হাত ভেঙে দিয়েছে বখাটে, তার বাবা এবং সহযোগিরা।

রোববার সকালের দিকে লোহার রড দিয়ে ছাত্রীর বাবার হাত ভেঙে দেয়া হয়। অভিযুক্ত মঈন শোলক ইউনিয়নের যুগিহাটি গ্রামের মামুন হাওলাদারের ছেলে।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীর বাবা মনির হাওলাদার বলেন, আমার ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় উত্যক্ত করতো মঈন। এরই প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয় বখাটে মঈন ও তার বাবা মামুন হাওলাদার।

তিনি বলেন, রোববার সকালে বাড়ির পার্শ্ববর্তী সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে আকস্মিকভাবে পিতা-পুত্র ও তার সন্ত্রাসী বাহিনী আমার পথরোধ করে। লোহার রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে সড়কে ফেলে রাখে। এ সময় তার মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিলে সেখান থেকে বরিশাল মেডিকেলে প্রেরণ করা হয়।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত