ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

করোনা কেড়ে নিলো মুক্তিযোদ্ধার প্রাণ

  শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ০৬ জুলাই ২০২০, ১৪:৪১

করোনা কেড়ে নিলো মুক্তিযোদ্ধার প্রাণ

করোনা কেড়ে নিলো শেরপুরের রাজনীতিবিদ ও জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিলের প্রাণ।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। আমৃত্যু এই নেতা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

শেরপুরের সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফ জানান, ২৫ জুন আব্দুল হালিম উকিল করোনা শনাক্ত হওয়ার পরপরই উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে চলে যান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জানান, আব্দুল হালিম নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি দুইবারের ইউপি চেয়ারম্যান ও দুইবারের পৌর মেয়র ছিলেন। মৃত্যুলে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় এমপি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ জেলার সর্বস্তরের নেতাকর্মী। এছাড়া শোক প্রকাশ করে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সকল মুক্তিযোদ্ধারা।

জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক ফকির আখতারুজ্জামান বলেন, আব্দুল হালিম উকিলের সেক্টর কমান্ডার্স ফোরাম শেরপুর শাখার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া তিনি কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক নেতা। সোমবার বাদ আছর নালিতাবাড়ীতে ওই নেতার বাসভবনে জানাজা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

জেলা করোনা সম্পর্কিত তথ্য নিশ্চিতকারি কর্মকর্তা ডা. মোবারক হোসেন জানান, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৫০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১৫ জন। আর মৃত্যু হয়েছে ৩ জনের।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে আব্দুল হালিম উকিল ঢাকাতে মারা গেছেন। এখন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের প্রেস ব্রিফিং এর তথ্য হাতে আসার পর বলা যাবে করোনায় মৃত্যৃবরণকারী ওই নেতার তথ্য শেরপুরের স্বাস্থ্য বিভাগ নথিভুক্ত করবে কি না।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত