ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

কুমিল্লায় আরও ১১৪ জনের করোনা শনাক্ত

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ০৬ জুলাই ২০২০, ২১:১২  
আপডেট :
 ০৬ জুলাই ২০২০, ২১:১৬

কুমিল্লায় আরও ১১৪ জনের করোনা শনাক্ত

কুমিল্লায় একদিনে আরও ১১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সোমবার পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৫ জনে।

কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে- কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১১ জন, লাকসামে ৯ জন, মনোহরগঞ্জে ১৩ জন, দাউদকান্দিতে ৬ জন, বুড়িচংয়ে ২ জন, লালমাইয়ে ৫ জন, আদর্শ সদরে ২ জন, ব্রাক্ষণপাড়ায় ১ জন, চান্দিনায় ৩ জন, হোমনায় ১৩ জন, দেবিদ্বারে ৭ জন, তিতাসে ৬ জন, চৌদ্দগ্রামে ১৮ জন, বরুড়ায় ১০ জন ও সদর দক্ষিণে ৮ জন রয়েছেন।

এদিন চান্দিনা ও ব্রাহ্মণপাড়ায় ২ জনসহ জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ১০৮ জন।

জেলায় এখন পর্যন্ত ২০ হাজার ৩৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে ১৯ হাজার ৭৮০টি নমুনার।

এদিকে কুমিল্লা নগরীতে ২৯ জন, সদর দক্ষিণে ১ জন, বুড়িচংয়ে ৬ জন, চৌদ্দগ্রামে ৩ জন, চান্দিনায় ১০ জন ও বরুড়ায় ২৩ জনসহ ৭২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা এক হাজার ৮৩৪ জন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত