ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

‘পাকিস্তানে বন্দী ৮ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ জুলাই ২০২০, ০০:২৩  
আপডেট :
 ০৭ জুলাই ২০২০, ০০:২৫

‘পাকিস্তানে বন্দী ৮ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে’

পাকিস্তানের কারাগারে বন্দী ৮ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে শিগগিরই। সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, পাকিস্তানে ৮ জন আটক আছে। তারা ওমানে ছিলেন। মাছ ধরতে গিয়ে তারা পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েন। এটি গত অক্টোবরের ঘটনা। আমরা যখন খবর পেলাম তখন তাদের কাছে কোনও পাসপোর্ট বা অন্য কোনও কাগজ ছিল না।

মন্ত্রী বলেন, সংবাদ দেখার পরে আমরা ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের বিষয়ে জিজ্ঞেস করি। তারা আমাদের জানিয়েছে আটককৃতরা বাংলাদেশি নাগরিক। আমরা সঙ্গে সঙ্গে মিশনকে জানিয়েছি তাদের নিয়ে আসার বিষয়ে। তাদের শাস্তি হয়েছে কয়েক মাস জেল এবং তারা জেল খেটেছে।

ফ্লাইট চালু হলে তারা ফেরত আসতে পারবে বলে জানান এ কে আব্দুল মোমেন।

  • সর্বশেষ
  • পঠিত